ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বিনামুল্যে সেহেরী বিতরন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৩০ মে ২০১৮ | আপডেট: ১৩:৩২, ৩০ মে ২০১৮

পবিত্র রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামুল্যে সাধারণ মানুষের মাঝে সেহেরী বিতরন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খেটে খাওয়া মানুষ কিংবা সুবিধাবঞ্চিত, যেই হোক, সময়মত যেন সেহেরী খেতে পারে সে লক্ষ্যে কাজ করছে একদল তরুন। রোজাদারসহ খেটে খাওয়া মানুষের খুশীতেই  প্রশান্তির পরোশ খুজে পান সংগঠনটির কর্মীরা।

রাতের নির্জনতা ভেদ করে রাজধানী জুড়েই জীবিকার তাগিদে ঘুরে বেড়ান রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেনীর মানুষ। অনেকেই আবার দিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে ঘুমাচ্ছেন ফুটপাত অথবা রাস্তার পাশেই।

পবিত্র এই রমজান মাসে এইসব মানুষ যেন সঠিক সময়ে সেহেরী খেতে পারেন সেলক্ষ্যে খাবার বিতরন করছে সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। 

হঠাৎ এমন খাবার পেয়ে দারুণ খুশী রোজাদার এবং পথে থাকা এসব মানুষ।

জীবনের সাথে যুদ্ধ করা এসব মানুষের জন্য কিছু করতে পারাকেই জীবনের পরম শান্তি বলছেন সেচ্চাসেবী এ যুবকরা।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিভাগীয় শহরেই সেহেরী এবং ইফতারের এ কার্যক্রম চালাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পেরু প্রবাসী নারায়নগঞ্জের সন্তান কিশোর কুমার দাসের গড়া এ ফাউন্ডেশান ২০১৩ সাল থেকে মাত্র ১টাকার বিনিময়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করে বছর জুড়েই।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি