ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রমজানের তৃতীয় দিনের প্রার্থনা

প্রকাশিত : ১৫:৫৮, ৯ মে ২০১৯

রমজানের তৃতীয় দিন রহমত বা দয়ার অংশ। রাব্বুল আলামীন তার কাছে চাইতে বলেছেন। দেওয়ার মালিক একমাত্র তিনিই। তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রয়োজনীয় সবকিছুই চাইতে বা প্রার্থনা করতে পারি। এই চাওয়া বা প্রার্থনা হওয়া উচিত মনের গভীর থেকে এবং একাগ্র চিত্তে। প্রার্থনার সময়ে অসংখ্য চাওয়ার মাঝে কিছু কিছু হারিয়ে ফেলি। তাই প্রতিদিন কিছু কিছু করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাইবো।

হে প্রতিপালক তুমি তো সৎ চরিত্রবানকে পছন্দ কর, তাই আমাকে, পরিবারের সকল সদস্যকে, আত্মীয়-স্বজনকে, পাড়া-প্রতিবেশিকে, কর্মস্থলের, সমাজের এবং দেশের সবাইকে সৎ চরিত্রের অধিকারী করে দাও। যেমন করেছো তোমার প্রিয় বান্দাদের।

সুস্থতা তো তোমার বড় নেয়ামত। এই নেয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আমাদের সবাইকে দেহ ও মনে সুস্থতা দান কর। যা দিয়ে আমরা সৎ ও কল্যাণকর কাজে নিমগ্ন হতে পারি।

হে মহান তুমি তো আমাদেরকে মেধা দিয়েছ, এই মেধাকে সঠিকভাবে পরিবারের, সমাজের ও রাষ্ট্রের কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারি তার তওফিক দান কর।

প্রতিদিনের মত আজও কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, সৎ কর্ম, ভালো আচরণ এবং দান করবো।

তথ্যসূত্র : সহিস সিত্তাহ

এএইচ/এসএ

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি