ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রংপুরের শহীদ মিনারটি পড়ে থাকে অযত্নে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

রংপুর বিভাগীয় শহরের কেন্দ্রস্থলের শহীদ মিনারটি সারা বছর পড়ে থাকে অযত্নে-অবহেলায়। ভাসমান মানুষের অবাধ বিচরণ ছাড়াও রাতে বসে মাদকসেবীদের আড্ডা। নির্মাণের তিন যুগ পরও এটি কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে সংস্কার না করায় হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা।


স্বাধীনতার পরপরই রংপুরে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠের এক পাশে অপরিকল্পিতভাবে তৈরি করা হয় এ শহীদ মিনার। চার দশকের বেশি সময় পরও এটি কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হয়নি। শহীদ দিবস, স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানেই আসতে হয় নগরবাসীকে।

নগরবাসীর একমাত্র শহীদ মিনার হলেও এর সুরক্ষায় নেই কোনো উদ্যোগ। চারপাশে ময়লার স্তুপ, ভাসমান মানুষের অবাধ বিচরণ; আর সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা।
তবে, বরাবরের মতো এবারও পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

ভাষা আন্দোলনের তাৎপর্য ও গৌরবের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছে রংপুরবাসী।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি