ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বীরবিক্রম জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবস আজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৬ নভেম্বর ২০২০

আজ জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবস। তিনি ১৯৭১ সালের আজকের এই দিনে ২২ বছর বয়সে দেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস আগে নিজের বাড়ির খুব কাছে ‘খইয়া গোপী’ বিলে শত্রুর বুলেটে মারা যান।

যুদ্ধে যাওয়ার আগে জগৎজ্যোতি মাকে বলে গিয়েছিলেন, ‘তোমার লগে দেখা ওইবো স্বাধীন দেশো। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর দেখা ওইতো না।’ 

জগৎজ্যোতি দাস জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালের ২৬ এপ্রিল। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের জীতেন্দ্র চন্দ্র দাস ও হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র। দুই ভাই ও দুই বোনের মধ্যে জগৎজ্যোতি ছিলেন সবার ছোট। স্কুলজীবনেই আইয়ুববিরোধী আন্দোলনে অংশ নেন। আজমিরীগঞ্জের এমালগেমেটেড বীরচরণ হাই স্কুল থেকে ১৯৬৮ সালে তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর সুনামগঞ্জ কলেজে ভর্তি হয়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন এবং তেজোদীপ্ত, বিপ্লবী ও স্পষ্টভাষী ছাত্রনেতা হিসেবে তিনি পরিচিত হয়ে ওঠেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে বীরবিক্রম খেতাব দেওয়া হয় জগৎজ্যোতিকে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি