ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের আজকের ‘ডু আর ডাই’ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই আজ ফাইনাল খেলবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে অল্প রানে আটকে ফেলে জয় চায় পাকিস্তানও।

স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে) আবুধাবির মাঠে মাঠে নামছে দুই দল। এশিয়া কাপের আজকের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে।
দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান।

ধারাবাহিক ব্যর্থতায় আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। নাজমুলের জায়গায় একাদশে সুযোগ মিলেছে সৌম্য সরকারের।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহামম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি এবং জুনায়েদ খান।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি