ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ

প্রকাশিত : ১৫:২৮, ৩১ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৪, ৩১ মে ২০১৯

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নিয়েছে উইন্ডিজ। বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ইংল্যান্ডের নটিংহ্যামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ মাঠে ম্যাচটি শুরু হয়েছে।

আজকের ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ইংল্যান্ডের স্পোর্টিং উইকেটে পাকিস্তান ভাল করবে বলে আশা রাখি। এদিকে, ক্রিস গেইল রাসেলরা দলে যোগ দেওয়ায় বদলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানকে। কারণ প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ। যারা কী না প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রান তুলে হৈচৈ ফেলে দিয়েছে।

তবে পাক অধিনায়ক সরফরাজের গলায় জয়ের সূর। নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা পাকিস্তানের রয়েছে বলে জানান তিনি।

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপ, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছে তারা।

জেসন হোল্ডারদের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত পাকিস্তান। তবে সে জন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে সরফরাজদের। সবশেষ ১০ ওয়ানডেতেই হেরেছে তারা। কিন্তু বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি