ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

এল ক্লাসিকো যুদ্ধে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১০ এপ্রিল ২০২১

এল ক্লাসিকো যুদ্ধে আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি মেসির বার্সেলোনা। আলফ্রেড ডি স্টেফানো স্টোডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। লা লিগার এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে লা লিগার ফেসবুক পেজে।

এখন পর্যন্ত এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল সংখ্যা লিওনেল মেসির। কাতালানদের হয়ে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে সর্বোচ্চ ২৬টি গোল করেছেন তিনি। যদিও ২০১৮ সালের পর একবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে বল জড়াতে পারেননি বার্সা দলপতি। শেষ ছয় সাক্ষাতেই যে গোল শূন্য আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে ২০২০/২১ মৌসুমে স্প্যানিশ লিগের সেরা গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন লিও। ২৬ ম্যাচে ২১ গোল করে সবার উপরে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আটটি গোল।

১৯০২ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে কাতালান ক্লাবটি ৩-১ গোলে জয় পায়। দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচে অবশ্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদই। ২০২০ সালের ১০ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-১ গোলে জিতে নেয় বেনজেমা-রামোসরা।

বিশ্বের সবচেয়ে জমজমাট লড়াই এল ক্লাসিকোয় এখন পর্যন্ত ২৪৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৯৭ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ৯৬টি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। বাকী ৫২টি ম্যাচ ড্র হয়েছে৷

এদিকে, আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় কাতালানরা। অন্যদিকে রোনাল্ড কোম্যানের শীষ্যদের হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে চায় জিনেদিন জিদানের দল। ২৯ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৬৫। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট সংখ্যা ৬৩। অন্যদিকে সবার উপরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৬।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি