ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ১৯ নভেম্বর ২০২০

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার অভিষেক হতে চলেছে ওয়েব সিরিজে৷ টিবি বা যক্ষ্মারোগের বিরুদ্ধে জন সচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি প্রবিশন অ্যালোন টুগেদার’এ অভিনয় করবেন সানিয়া৷ নভেম্বরের শেষ সপ্তাহেই ওয়েব সিরিজটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

সানিয়া বলছিলেন, ‘আমাদের দেশে বহুদিনের পুরনো একটা ব্যাধির নাম যক্ষ্মা। অর্ধেকের বেশি রোগীর বয়স ৩০ বছরের নিচে। তাই এই রোগ নিয়ে ধারণা পাল্টানোর চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করোনার ফলে ঝুঁকি আরো বেড়েছে। যক্ষ্মা আটকানো এখন আরো কঠিন হয়ে উঠেছে। এর জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।’

৫ এপিসোডের এই ওয়েব সিরিজে দেখা যাবে সদ্য বিবাহিত এক দম্পতি লকডাউনের সময় কেমন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। সানিয়া এই ওয়েব সিরিজে কথা বলবেন এই চ্যালেঞ্জগুলো নিয়েই।

সানিয়া ছাড়াও অক্ষয় নলওয়াডে ও অশ্বিন মুশরান এই শোয়ে অভিনয় করবেন৷ ওয়েব সিরিজটি দেখানো হবে এমটিভি ইন্ডিয়া ও এমটিভি প্রহিবিশনে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি