ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

জুভেন্টাসকে সহজেই হারালো ইন্টার মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৮ জানুয়ারি ২০২১

সেরি আ লিগে হেরে গেছে বর্তমান শিরোপাধারীরা। তুরিনের বুড়িদেরকে হারিয়ে পয়েন্টে শীর্ষে থাকা এসি মিলানের পাশে বসেছে আন্তোনিও কন্তের দল ইন্টার মিলান। তবে পয়েন্ট সমান হলেও এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকল ইন্টার। আর টানা তিন জয়ের পর হারের স্বাদ পেলো জুভেন্টাস।

রোববার (১৭ জানুয়ারি) রাতে নিজেদের মাঠ সান সিরোয় শিরোপাধারীদের ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার। দুই অর্ধের দুই গোলে সহজ জয় তুলে নেয় তারা। শুরুতেই দলকে এগিয়ে নিলেন আর্তুরো ভিদাল। সতীর্থের গোলে অবদান রাখা নিকোলো বারেল্লা নিজেও পেলেন জালের দেখা। 

ম্যাচের ১১তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। পরের মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন আর্তুরো ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে মাথা লাগিয়ে বল জালে পাঠান চিলিয়ান এই মিডফিল্ডার।

ইন্টার গোলরক্ষককে সেভাবে পরীক্ষায়ই ফেলতে পারেননি রোনালদো-মোরাতারা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্থে ফিরেও আধিপত্য ধরে রেখে ইন্টার মিলান। ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

তখনই ম্যাচ থেকে ছিটকে যায় তুরিনের বুড়িরা। বাকি সময়ে ভাল কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ফলে চার বছর পর জুভেন্টাসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

এর মধ্য দিয়ে লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার মিলান। আর টানা তিন জয়ের পর হারলো গত নয় আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে জুভেন্টাস।

১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নাপোলি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রোমা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি