ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

প্রি-কোয়ার্টার থেকেই ছিটকে গেলেন সেরেনা-আজারেঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৭ জুন ২০২১ | আপডেট: ১০:১৩, ৭ জুন ২০২১

ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামস

ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামস

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউণ্ড তথা প্রি-কোয়ার্টার থেকেই একাধিক নক্ষত্রের পতন। ছিটকে গেলেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডের ম্যাচে তাঁকে পাত্তাই দেননি রাশিয়ার অখ্যাত এলিনা রিবাকিনা। 

নারীদের একক থেকে এদিন ছিটকে যান প্রাক্তন এক নম্বর ও বর্তমান ১৫ নম্বর বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। পুরুষদের এককে কোয়ার্টার ফাইনালে উঠলেন স্টেফানোস সিতসিপাস ও দানিল মেদভেদেভ। 

ফ্রান্সের ফিলিপ-চ্যাটিয়ার কোর্টে রোববার (৬ জুন) বিকেলে ২১ নম্বর বাছাই রিবাকিনার কাছে সরাসরি সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে যান সপ্তম বাছাই সেরেনা। ৭৭ মিনিটের এই লড়াইয়ে ম্যাচ জিতে পঞ্চম রাউণ্ডে পৌঁছে যান ২১ বছরের রিবাকিনা।

একই মাঠে এবারের প্রতিযোগিতার ১৫ নম্বর বাছাই বেলারুশের আজারেঙ্কাকে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। মঙ্গলবার (৮ জুন) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন এই দুই রাশান।

পুরুষদের এককে চতুর্থ রাউন্ডে পঞ্চম বাছাই গ্রিসের সিতসিপাস ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারান দ্বাদশ বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তাকে। দ্বিতীয় বাছাই মেদভেদেভ ৬-২, ৬-১, ৭-৫ গেমে হারান ২২ নম্বর বাছাই চিলের ক্রিশ্চিয়ান গারিনকে। মঙ্গলবার (৮ জুন) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন সিতসিপাস ও মেদভেদেভ।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি