ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৭, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫০, ১২ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লাড়ইয়ে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। 

এরইমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে দুই ইউরোপীয় ফুটবল শক্তির মধ্যে কোন দলটি এগিয়ে থাকবে। 

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া। ডি-গ্রুপে তিন ম্যাচই জিতে পুরো নয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে জ্লাতকো দালিচের দল। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়ানোর বিপরীতে নিজেরা হজম করেছে মাত্র একটি গোল। 

অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠা ইংল্যান্ড বেলজিয়ামের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে হারে।

 ১৯৬৬ সালে বিশ্বকাপ আসরে ব্রিটিশদের একমাত্র শিরোপা অর্জন হয়। সেবার জয় এসেছিল তাদের ঘরের মাঠে।

সুইডেনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পাওয়া সেই একাদশকেই আজকের ম্যাচে নামাচ্ছেন ইংলিশ কোচ গ্যারাথ সাউথগেট। তবে ক্রোয়েশিয়া একাদশে একটি পরিবর্তন এসেছে। ক্রামারিচের বদলে দলে সুযোগ পেয়েছেন ব্রোজোভিচ।

ক্রোয়েশিয়া:দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড, কাইলে ওয়াকার, জন স্টোন্স, হ্যারি মাগিরে, জেসে লিংগার্ড, জর্ডান হেন্ডারসন, হ্যারি কেন, রহিম স্টারলিং, কিয়েরান ট্রিপ্পিয়ার, অ্যাশলি ইয়ং, ডেলে আলি।

উল্লেখ্য, আজকের খেলায় বিজয়ী দল ১৫ জুলাই ফ্রান্সের বিপক্ষে ফাইনালে লড়বেন।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি