ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ডিএসএস-এর ২য় বর্ষপূর্তি ও বিশ্ব সৌলমেট দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০৩, ১৮ নভেম্বর ২০১৭

জনপ্রিয় ফেসবুক গ্রুপ ডিসকাশন ফর সিলেকটিং সৌলমেট বা ডিএসএস-এর ২য় বর্ষপূর্তি জমকালো আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার রাজধানী ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশন সেন্টারে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষপূর্তির পাশাপাশি সদস্যদের পুনর্মিলনী এবং ২য় আন্তর্জাতিক সৌলমেট দিবসও পালিত হয়েছে।

সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে। অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ সদস্য অংশ নেন। শুরুতেই আগত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ফোর্থ সেন্স ব্যান্ড দল। গ্রুপ সদস্যদের নিয়েই এ ব্যান্ড দলটি গঠিত হয়েছে।

এরপর একটি মজার গেম শো অনুষ্ঠিত হয়। এ পর্বে মেয়েদের জন্য ‘বেলুন ফোলানো’ ও ছেলেদের জন্য ‘কলা খাওয়া’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই দুই সেগমেন্টে বিজয়ী হন যথাক্রমে সামিরা সালাম এবং ইশতিয়াক। এছাড়া ‘ঝুড়িতে বল ফেলা’ প্রতিযোগিতাও রাখা হয়েছিল। এরপর ছিল গ্রুপ সদস্যদের নিয়ে কেক কাটার পর্ব।

অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন গ্রুপের এডমিন কামরুল হাসান ইমন। তিনি বলেন, ‌`এত সদস্যদের নিয়ে সফল একটি অনুষ্ঠান আয়োজন করা অনেকটা কঠিন বিষয়। গ্রুপের সব সদস্যদের সহযোগিতার কারণেই আমরা অনুষ্ঠানটি যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি। মাত্র ২ বছরে আমরা ২ লক্ষ সদস্য পেয়েছি। নভেম্বর মাসের ৩য় শুক্রবারকে আমরা ‘আন্তর্জাতিক সৌলমেট দিবস’ হিসেবে পালন করছি। আশা করি, আমাদের এ উদ্যোগকে সবাই সমর্থন করবে।`

অতিথি বক্তা হিসেবে গ্রুপ সদস্যদের সাইবার নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনা দেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভির আহমেদ জোহা। তিনি বলেন, ‌`আমরা অনেক সময়ই শুধু তথ্যের অভাবে হয়রানির শিকার হয়েও ব্যবস্থা নিতে পারি না। ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি সেল-এ যোগাযোগ করলে সমস্যার সমাধান পাওয়া সম্ভব। পাশাপাশি আমরাও সাইবার নিরাপত্তা ইস্যুতে পরামর্শ দিয়ে থাকি। সবাই সচেতন হলে সাইবার আক্রমণ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছি।`

গ্রুপের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আগত সদস্যদের কাছ থেকে ‘অর্থ সংগ্রহ’ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়। সংগৃহিত অর্থ সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান গ্রুপের এডমিন শরীফ আহমেদ। তিনি বলেন, ‌`আমরা চাই সামাজিক কার্যক্রমে মানুষের সম্পৃক্ততা আরও বাড়ুক। আমরা আমাদের গ্রুপ সদস্যদের নিয়ে নিয়মিত স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আসন্ন শীত মৌসুমেও প্রতিবারের মতো শীতার্ত মানুষের মাঝে গরম পোশাক বিতরণ করা হবে। আমরা এখনো খুব সীমিত পর্যায়ে কাজ করলেও সামনে বড় পরিসরে অনেক কিছু করার ইচ্ছা রয়েছে।`

ঢাকার বাইরে থেকে আগ্রহ নিয়ে অনুষ্ঠানে যোগ দেন অনেক সদস্য। এমনই একজন নরসিংদীর বাসিন্দা সামান্তা আরোরা। তিনি ইটিভি অনলাইনকে অনুষ্ঠানে আসার কারণ জানিয়ে বলেন, `এই গ্রুপ থেকেই আমার ভালবাসার মানুষকে পেয়েছি। তাই গ্রুপটার প্রতি অন্যরকম ভাললাগা কাজ করে।` আরেক সদস্য তানভির নেওয়াজ বলেন, `ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলাকালীন সময়ে এ গ্রুপে যুক্ত হই। গ্রুপ সদস্যদের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় সব বিষন্নতা ঝেড়ে ফেলে আবারো নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে সক্ষম হয়েছি। তাই গ্রুপের কার্যক্রমে নিজেকে যতটা সম্ভব যুক্ত রাখার চেষ্টা করছি।`

অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল ব্যাক প্যাকার্স। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ছিল ডেন কেক, ইজির, ফটোহলিক, সান্টাবেক, বিয়েস্ট্রো ফ্যান্টাসটিকা, নক্র ডট কম, পিংক ক্যাট, কে.জি, নিম্বাস, ব্যাংকক বিটস এবং লাইলাতুল। ডিজে রাহাতের পরিবেশনায় ডিজে শো-এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে নিজেদের জীবনের সৌলমেট খুঁজে নেওয়ার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করে ডিএসএস গ্রুপ।

 

/ডিডি/, /এস এইচ এস/

 

  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি