ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শারীরিক অক্ষমতা জয় করা অদম্য ২৭ মেধাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ৬ মে ২০১৮

শারীরিক অক্ষমতা কখনো মানুষের সফতার পথে যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তার অনন্য নজির স্থাপন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের ২৭ মেধাবী শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ জন শারীরিক প্রতিবন্ধী বাকি ১৩ জন দৃষ্টি প্রতিবন্ধী। এদের পাঁচজন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বিধি অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশ নেয়।আর শারীরিক প্রতিবন্ধীরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পায়। সার্বিকভাবে ভালো ফলাফল করেছে তারা।

দৃষ্টি প্রতিবন্ধী ১৩ পরীক্ষার্থীর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রাজশাহীর পুঠিয়ার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক মাধ্যমিক বিদ্যালয়ের মাসুম রানা। জিপিএ-৪.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। একই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী সুফিয়া খাতুন জিপিএ-৪.৭৩ ও শিখা খাতুন জিপিএ-৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পাবনা সদরের দোগাছী উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান পেয়েছে জিপিএ-৪.৭৮। একই বিদ্যালয়ের ওবাইদুর রহমান জিপিএ-৪.৭২ এবং মোকাররম হোসেন ও মোহাম্মদ আলী জিপিএ-৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সিরাজগঞ্জের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের প্রতিবন্ধী মাহামদুল আয়ুব আলী জিপিএ-৪.৭২, নওগাঁর মান্দা রামনগর উচ্চবিদ্যালয়ের আতাবর রহমান জিপিএ-৪.৩৩, পুঠিয়ার নাদের আলী বালিকা উচ্চবিদ্যালয়ের জুঁই খাতুন জিপিএ-৪.০৬, নওগাঁর ধামইরহাট মঙ্গলবাড়ি শহীদ আব্দুল জব্বার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রাবেয়া বাসরী ইমু জিপিএ-৩.৮৯ এবং রাজশাহী নগরীর মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আদিল মাহমুদ জিপিএ-৩.২৮ পেয়ে উত্তীর্ণ হয়।

রাজশাহী কলেজিয়েট স্কুলের এস এম সাব্বির আহমেদ, পাবনার বেড়া উপজেলার আল হেরা একাডেমির নাজিবুল আলম অনিক, বগুড়া জেলা স্কুলের কাজী ফাহিম আবরার ও এস এম বাকি বিল্লাহ এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আফরোজ আহমেদ আসিফ শারীরিক প্রতিবন্ধী। তারা প্রত্যেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল একাডেমির অহেদুর রহমান জিপিএ-৪.৮৯, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রায়হান ইসলাম সিফাত জিপিএ-৪.৮৩, রাজশাহী সরকারি মাদরাসার হাসিবুল ইসলাম জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পাশাপাশি বগুড়ার পীরহাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিবন্ধী অনিকা বুশরা জিপিএ-৩.৭৮ রাজশাহীর বাগমারা শ্রিপুর উচ্চ বিদ্যালয়ের সাব্বির রহমান জিপিএ-৩.৬৭, নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের তৌহিদুল ইসলাম সৌরভ জিপিএ-৩.৬১, বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের রিজভী আহমেদ সাগর জিপিএ-৩.৩৩, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মরদানা উচ্চ বিদ্যালয়ের নাহিদ আলী জিপিএ-৩.০০ এবং রাজশাহী নগরীর মুসলিম উচ্চ বিদ্যালয়ের তাহসানুল আহনাফ হাবিব জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি