ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

(ভিডিও)

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে দুই তরুণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১৩:১২, ১৮ আগস্ট ২০১৮

মৌসুমী ও শাকিলা। কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজের দুই শিক্ষার্থী। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন এই দুই তরুণী। গড়ে তুলেছেন বৈকালিক স্কুল। সেখানে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে অন্তত ৬৫ শিশু।

মাত্র একজন শিক্ষার্থী নিয়ে শুরু করলেও এখন ৬৫ শিশুকে বিনামূল্যে পাঠদান করছেন তারা।

মৌসুমী ও শাকিলা গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। প্রথমদিকে কলেজের ক্লাস শেষে হারুয়া এলাকায় একটি টিনশেড বাড়িতে বসতো তাদের বৈকালিক স্কুল। বর্তমানে পৌরসভার একটি কক্ষ ব্যবহার করছেন তারা। 

মৌসুমী ও শাকিলার এমন উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছেন অনেকেই। কিনে দিচ্ছেন শিশুদের জন্য বই, খাতা, কলম ও ব্যাগ।

দুই শিক্ষার্থীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি