ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার ধসে পাঠকক্ষে, ছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২৭ মে ২০২৪ | আপডেট: ১৫:২০, ২৭ মে ২০২৪

পাঠদানকালে স্কুলের উপর অরক্ষিত ভবনের পিলার ধসে মো: সাইফুল ইসলাম সাগর নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ওই স্কুলের এক শিক্ষক। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে সোমবার সকাল পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী। ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো বাতাসের মধ্যে ওই স্কুলের পাশে সাত তলা ভবনের ছাদের উপর পিলার নির্মাণের কাজ চলছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধ্বসে স্কুলের ক্লাস রুমের উপরে পড়ে। ওই পিলারটি ছাত্র সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত ছিল।

সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মোঃ অলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়ে আর ফেরেনি। 

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন সাত তলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ চলাকালীন সময়ে কোন নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের উপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে।  

এই ঘটনায় একই স্কুল শিক্ষক আহত রয়েছেন বলেও জেনেছি। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি