ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চার লাখ পরিবারে ‘স্বপ্ন’-এর পণ্য পৌঁছে দিল ইভ্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৬ মার্চ ২০২১ | আপডেট: ১৬:৩৬, ৬ মার্চ ২০২১

দেশের অন্তত চার লাখ পরিবারে ‘স্বপ্ন’ সুপার শপ এর পণ্য পৌঁছে দিয়েছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে থাকা ইভ্যালির এই গ্রাহকেরা ‘স্বপ্ন’ -এর মাছ, মাংসসহ অন্যান্য গ্রোসারি পণ্য কিনে ঘরেই সেগুলো হোম ডেলিভারিতে বুঝে পেয়েছেন। সম্প্রতি ‘স্বপ্ন’ এবং ‘ইভ্যালি’ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

প্রতিষ্ঠান দুটি বলছে, করোনার সময়ে মানুষ যেন ঘরে বসে তার নিত্যপ্রয়োজনীয় পণ্য গুলো খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারে সে লক্ষ নিয়েই গত বছরের মে মাস থেকে তারা একত্রে কাজ শুরু করে।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, করোনার সময়ে গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে এবং গ্রাহকরা যেনো ঘরে বসে নিরাপদভাবে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পেতে পারে সে লক্ষ নিয়ে আমরা একত্রে কাজ শুরু করি।  আমরা সফলভাবে চার লাখ পরিবারে ‘স্বপ্ন’ সুপার শপ এর পণ্য পৌঁছে দিতে পেরেছি এবং আমরা আশা করি, আগামীদিনে ই-কমার্স এর প্রসারের লক্ষে এক সাথে কাজ করে যাবো।

গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলার লক্ষ্য নিয়ে ‘ইভ্যালি’ ও ‘স্বপ্ন’ এক সাথে কাজ করবে উল্লেখ করে ‘স্বপ্ন’ সুপার শপ এর বিজনেস ডিরেক্টও সোহেল তানভীর খান বলেন, "আমরা খুবই আনন্দিত যে ইভ্যালির মাধ্যমে আমরা চার লাখ পরিবারে আমাদের পণ্য পৌঁছাতে পেরেছি। গ্রাহকরা ঘরে বসেই আমাদের পণ্যগুলো ইভ্যালিতে অর্ডার করতে পারছে এবং ঘরে বসেই ডেলিভারি পাচ্ছে। আমরা আশা করি, গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর জন্য আর ঘরের বাইওে বের হতে হবে না। তারা ‘স্বপ্ন’ সুপার শপ এর সকল পণ্য ইভ্যালিতে অর্ডার করবেন"। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি