ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, সাফারি পার্কে ১০০ বৃক্ষরোপণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ২২ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের বিরল প্রজাতির একশত বৃক্ষ চারা।

বৃহস্পতিবার সকালে বৃক্ষ সংরক্ষণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সহযোগিতায় এসব বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণে অংশ নেন র‌্যাব ফোর্স হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, রুপালী ইন্সুরেন্স এর ম্যানেজার মহিমানন্দ চক্রবর্তী ও সাংস্কৃতিককর্মী নাছিমা আক্তার।

এ সময় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সাফারি পার্কের উদ্যোগে বছরব্যাপী ২০ হাজার চারা রোপণসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি