ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায়...

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২০

শ্বশুরের কুপ্রস্তবে রাজি না হওয়ায় গৃহবধূর (৩০) মাথায় কাচি দিয়ে আঘাত এবং চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে। 

পরে আহতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ওই গৃহবধূ শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘প্রায় ১০ বছর আগে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের পর থেকেই শ্বশুরের কুনজর পড়ে। শ্বাশুড়ি অনেকদিন ধরে অসুস্থ থাকায় শ্বশুর বিভিন্ন সময় আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দিলে গুরুত্ব দিতাম না। কিন্তু গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আমার স্বামী ঘরে না থাকার সুযোগে সে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে কাচি দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে আমার চিৎকারে বাড়ির পাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পাশাপাশি বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য আমার শ্বশুর, ভাসুররা মিলে বাড়িঘর ভাংচুর করে আমাকে বেধড়ক মারধর করে ও মাথার চুল কেটে দেয়।’

এ বিষয়ে নির্যতিতা গৃহবধূর স্বামী বলেন, ‘ভালোবেসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করার কারণেই তার বাবা তার ওপর ক্ষুব্ধ। এ কারণে তাদের ওপর প্রায়ই নির্যাতন চালায় বাবাসহ পরিবারের অন্যরা।’ 

এলাকাবাসী জানান, মেয়েটার বিয়ে হবার পর থেকেই তাকে শ্বশুরসহ পরিবারেব লোকজন নানাভাবে অত্যাচার করত। তার শ্বশুরের অত্যাচারে গ্রামের মানুষও অতিষ্ঠ। এর আগেও গ্রামে নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

নির্যতিতা গৃহবধূর বাবা বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছে, যা গ্রামের লোকজন সবাই জানে। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ হলেও তারা মানেনি। হঠাৎ ১৩ সেপ্টেম্বর রাতে আমার মেয়ের জামাইয়ের অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত আমার মেয়েকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালায়। এ বিষয়ে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল এবং বিভিন্ন সময় তার স্বামীকেও নির্যাতন করা হয়েছে। এমনকি নিজের ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলাও দায়ের করেছিলেন অভিযুক্ত। এসব বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু সে কোনো বিচার মানে না।’

চাঞ্চল্যকর এ ঘটনায় উল্লাপাড়া থানার ওসি দিপক কুমার দাস জানান, ‘ঘটনা জানতে পেরে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি। মামলা হলে সকল আইনগত প্রক্রিয়া শেষ করে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।’

এআই/এমবি/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি