ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মতিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ধানগড়া  ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রায়গঞ্জ  থানার ওসি পঞ্চনন্দ সাহা জানান, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিচিন্তাপুর গ্রামের মতিন সরকার ও উসমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সকালে উসমান গ্রুপ আব্দুল মতিনের বাড়ির সামনে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধাওয়া খেয়ে পালানোর সময় প্রতিপক্ষ উসমান  গ্রুপের লোকজন চারদিক থেকে ঘিরে ফলা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন মতিন।’

তিনি বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যাপারে থানায় এমটি মামলা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি