ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি দরকার: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ

প্রকাশিত : ১৮:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডাক্তার আছে, যন্ত্রপাতি নেই। কিম্বা যন্ত্রপাতি আছে ডাক্তার নেই। তা হলে মানুষ হাসপাতালে সুচিকৎসা পাবে না। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি দরকার। সেই সঙ্গে সচল যন্ত্রপাতি, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারলে হাসপাতালে স্বাস্থ্য সেবা অনেকটাই নিশ্চিত করা সম্ভব হবে।

আজ রোববার মানিকগঞ্জ সদর হাসপাতালে “কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনসিয়েটিভ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে এ তিনি আসব কথা বলেন।

সকাল ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্ব্য সেবা বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অর্থনীতির ডিজি ডা. আমনুল হাসান, এডিজি ডা. নাসিমা খাতুন, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এ সময় মন্ত্রী আরও বলেন, সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে যারা কাজ করছেন তারা রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে। সর্বপরি তাকে কাজ করতে হবে। এরসঙ্গে কমিউনিটিকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে পারলে আরও সুফল পাওয়া যাবে।

সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের অংশ হিসাবে কোয়ালিটি ইম্প্রোভমেন্ট সেক্রেটারিয়েট দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে মন্ত্রী মানিকগঞ্জ সদর হাসপাতালের সিসিইউ ইউনিট উদ্বোধন করেন এবং হাসপাতাল পরিদর্শন করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি