ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দুর্ঘটনা মোকাবেলায় আসছে স্মার্ট লক অ্যাপ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার

গাড়ি বা বাইক চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে প্রায়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এ দুর্ঘটনা মোকাবেলা করতে কেপিএন বাজারে আনছে স্মার্ট লক অ্যাপ।

আর এ অ্যাপের মাধ্যমে গাড়ি চালানোর সময় আপনার স্মার্টফোনটির সুইচ অফ করতে হবে না। ডাচ টেলিকম কোম্পানি কেপিএন এমন একটি স্মার্ট লক অ্যাপ তৈরি করেছে যেখানে অ্যাপটি ব্যবহার করে বাইকটি আনলক করার সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনের মোবাইল নেটওয়ার্কও নিষ্ক্রিয় হয়ে যাবে।

স্মার্ট লক অ্যাপটির মূল লক্ষ্য হলো ‘ট্র্যাফিকে স্মার্টফোনের নিরাপদ ব্যবহার’ আর এর প্রচারণা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ধারণা করা হচ্ছে এটি উঠতি বয়সী কিশোরদের বিপজ্জনক ড্রাইভিং থেকে বিরত রাখতে পারবে। সূত্র: দ্য ভার্জ।

//আর//এআর