ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শিগগিরই নবম ওয়েজ বোর্ড : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ১০:৩৪ পিএম, ১৪ আগস্ট ২০১৭ সোমবার

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের প্রয়োজন নেই। ওয়েজ বোর্ড শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে সচিবালয়ে শোক দিবস স্মরণে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্য অধিদপ্তরের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও সম্পন্ন হবে। এসময় মালিকপক্ষের প্রতিনিধি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এর আগে গত ৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মালিকপক্ষের প্রতিনিধি না থাকার কারণে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা যাচ্ছে না। তবে ওয়েজ বোর্ড বাস্তবায়নের ৮০ ভাগ কাজ এগিয়ে গেছে।

তবে গত ৮ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নবম ওয়েজ বোর্ডের বিষয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন।

আর/ডব্লিউএন