ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগে আইসিসির অনুমোদন

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমোদন পেলো বহুল আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ। অকল্যান্ডে বৃহস্পতিবার বোর্ড সভার শেষ দিন এ ব্যাপারে সম্মতি জানিয়েছে আইসিসি। ২০১৯ সালের বিশ্বকাপের পর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল লড়বে দুই বছরের এ টেস্ট প্রতিযোগিতায়। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত শীর্ষে থাকা দুই দল চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্লেঅফে খেলবে। তবে এর পয়েন্ট পদ্ধতি কেমন হবে তা জানানো হয়নি।

দুই বছরের মধ্যে প্রত্যেক দেশ ছয়টি সিরিজ খেলবে। এর মধ্যে নিজের মাঠে তিনটি ও বিদেশে তিনটি। প্রতিটি সিরিজ হবে কমপক্ষে দুই ম্যাচের। অ্যাশেজের মতো সিরিজের কথা মাথায় রেখে ম্যাচ সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এছাড়া প্রথম ওয়ানডে লিগ হবে ২০২০-২০২১ মৌসুমে। ১৩টি দেশ অংশগ্রহণ করবে এই লিগে। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে শীর্ষ দলগুলো। এই সময়ে ৮টি সিরিজ খেলবে প্রতিটি দল। ১৩ জাতির এই লিগের প্রতিটি সিরিজ হবে সর্বোচ্চ তিন ম্যাচের।

আগামী ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট খেলতে আইসিসির স্বীকৃতি চেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তবে আইসিসি এ ব্যাপারে সবুজ সংকেত দিলেও দ্বিপাক্ষিক সিরিজে চারদিনের টেস্ট নিয়ে ২০১৯ সাল পর্যন্ত পরীক্ষা চালানোর কথা বলেছে তারা। এ ধরনের ম্যাচের জন্য কিছু শর্ত পরের কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে আইসিসি।

 

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর/টিকে