ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শিশুদের ভিটামিন এ খাওয়াবে ডিএসসিসি

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

আগামী ১৪ জুলাই ডিএসসিসি এলাকায় একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনের আওতায় প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।   

বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত অ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভায় এ কথা জানানো হয়।

সভায় ডিএসসিসির প্রাধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল শেখ সালাহউদ্দিন সভাপতিত্ব করেন ।  

আগামী ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।  

সভা থেকে জানা যায়, ডিএসসিসি এলাকার ১৪৮৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ শিশুকে নীল ক্যাপসুল ও ৩ লাখ ১১ হাজার ৮২৫ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কাজে ২ হাজার ৯৭৪ সেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার তত্ত্বাবধায়ন করবেন বলে জানানো হয়েছে।

এমএইচ/এসি