ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

এবার ‘বিলাতি জামাই’ আ খ ম হাসান 

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

আনিস বিদেশে থাকেন। কিন্তু টাকা আয়ের জন্য দেশের বাহিরে গেলেও ভালো কিছু করতে পারেনি। তাকে আবার খালি হাতে দেশে ফিরে আসতে হলো। এদিকে শ্বশুর বাড়ির লোকজন জামাইকে নিয়ে রয়েছে মহা-আনন্দে। তাদের ধারণা জামাই বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। এমন পরিস্থিতে বিপাকে পড়ে যায় আনিস। পরবর্তীতে সবাই যখন জানতে পারে আনিস শুন্য হাতে ফিরে এসেছে তখন সবার রুপ পরিবর্তন হতে থাকে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বিলাতী জামাই’।    

লাবণ্য প্রবাহের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. মিজানুর রহমান মিজান। অভিনয় করেছেন আ খ ম হাসান, অর্শা, কাজী উজ্জ্বলসহ আরও অনেকে।

নাটক প্রসঙ্গে পরিচালক মিজান বলেন, আমাদের দেশে অনেকেই বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে উঠেন। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন দেশে থেকে একটু চেষ্টা করলে অনেক ভালো কিছু করা সম্ভব। সে বিষয়টিকেই নাটকে তুলে ধরা হয়েছে। আশা করি সবাই নাটকটি দেখে আনন্দ পাবে এবং সতেচন হবে।

‘বিলাতি জামাই’ নাটকটি আজ রাত ১০ টায় এশিয়ান টেলিভিশনে প্রচারিত হবে।

এসি