ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

করোনা উপেক্ষা করে গাজীপুরে উত্তরবঙ্গমুখী মানুষের উপচে ভিড়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

করোনার সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ঈদকে সামনে রেখে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। 

আজ মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এমন দৃশ্য দেখা যায়। যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় আগত লোকজন এখানে এসে ট্রাকের ছাদে, সিএনজি ও টেম্পুসহ বিকল্প সব মাধ্যমে বাড়ি ফিরছেন। 

 এদিকে সকালে কালিয়াকৈর বাইপাস থেকে গোড়াই পর্যন্ত এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

শুধু উত্তরাঞ্চল নয়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে এখনও ঘরে ফিরছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। গতকাল দৌলতদিয়া-মাওয়া ঘাটে মানুষের চাপে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। তবে, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলে দেয়া হয় বলে ঘাটসূত্রে জানা গেছে। 

এআই//