ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৩১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। নগরীর ফুলকি মিলনায়তনে  ‘যোদ্ধার মুখে যুদ্ধের কথা’ শীর্ষক  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট।  অনুষ্ঠানে মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের ট্রাস্টি আ ক ম রইসুল হক বাহার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডের ভাইস চেয়ারম্যান এ এইচ এম জিলানী চৌধুরী মুক্তিযুদ্ধের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।