১৮ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের খেলা চলছে বলে অভিযোগ করেছেন রিজভী
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১৪ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
১৮ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে হামলা, হুমকি এবং অস্ত্রের খেলা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি প্রার্থীদের উপর হামলা চলছে। নির্বাচন কমিশনে অভিযোগ করে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। দাবী আদায়ে সংগ্রামের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।