ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ঢাকা উত্তর সিটিতে বুরো বাংলাদেশের ত্রাণ সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

করোনায় অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা-বুরো বাংলাদেশ। রাজধানীসহ সারাদেশে ৫০ হাজার পরিবারের মাঝে ৬ কোটি ১০ লাখ টাকার খাদ্য ও অন্যান্য ত্রাণ সহায়তা দিচ্ছে সংস্থাটি।

এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ ও ৩০ নং ওয়ার্ডের ১ হাজার ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বুরো বাংলাদেশ। 

এ সময় কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন খ: মুখলেছুর রহমান লিটন ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান রাহাত ছাড়াও ব্যবস্থাপকগণ ও শাখা ব্যবস্থাগণ ছিলেন।

অসহায়দের জন্য দেওয়া খাদ্য সামগ্রীতে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে তেল, ডাল, চিনি, লবণ। এছাড়া ২০০ গ্রাম দুধ, ১ প্যাকেট সেমাই, ২টি সাবান ও দুটি মাস্ক। 

এআই/এসি