ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ঝালকাঠিতে বাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিষখালি নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষখালী নদীর পানি ৭ থেকে ৮ ফুট বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজদি ও বহু স্থাপনা ভেঙ্গে পড়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুটি। 

বিষখালী নদীর ৫ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় কাঠালিয়া, আউরা, জয়খালী, চিংড়াখালী, বড় কাঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতশত একর জমির ফসল, জলাশয়ের মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রাম অঞ্চলের অনেক স্থানের কাঁচা সংযোগ রাস্তা ভেঙ্গে বিভিন্ন বাড়ি ও এলাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেড়ি না থাকায় জোয়ারের পানি অনেক বাড়ি ঘরে ঢুকে পড়েছে।

আম্পান সরে গেলেও বিষখালী নদীর তীরবর্তী অরক্ষিত এলাকার মানুষ এখনও আতংকিত। আশ্রয় কেন্দ্রগুলোতে কয়েক হাজার মানুষ ও গবাদিপশু আশ্রয় নিয়েছে। উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আগত লোকদের খোঁজ খবর নেওয়া হয়েছে ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এনএস/