রাঙামাটিতে সিটিজেনস রিপোর্ট কার্ড প্রাথমিক শিক্ষাখাত-২০১৬ এর তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালার আয়োজন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
রাঙামাটিতে সিটিজেনস রিপোর্ট কার্ড প্রাথমিক শিক্ষাখাত-২০১৬ এর তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
নগরীর সন্মেলন কক্ষে গণস্বাক্ষর অভিযানের সহায়তায় স্থানীয় এনজিও সংস্থা সাসের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হক, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। কর্মশালায় কক্সবাজার ও রাঙামাটি জেলার জরিপকৃত বিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতারা অংশ নেন।