ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৮:১১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার

সরকারের ৩৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি সাধনের অভিযোগে  জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য মো. নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রোববার বিকালে দূনীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন আহম্মেদ তার কার্যালয়ে মো. নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। ২০১৪-১৫ সালে আরব আমিরাতের ফ্লাই দুবাই নামের একটি প্রতিষ্ঠানকে নিয়ম বর্হির্ভুতভাবে চারটি বিলাসবহুল গাড়ী আমদানির সুযোগ করে দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে নাছির উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন।