ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১৬ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। তাদের মানবাধিকারের ওপর নজর দেওয়ার আহবানও জানান তিনি। এ সময় ক্ষুদ্রঋণ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যকে তার একান্ত ব্যাক্তিগত বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।