কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু
প্রকাশিত : ০৭:২১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৭:২১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়েছে।
প্রথম দিনে মেয়র পদের ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকতা। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরীন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী শোয়েবুর রহমান। এছাড়া, ৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীদেরও মনোনয়ন যাচাই বাছাই হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। এদিকে, কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন, আসন্ন সিটি নির্বাচনে কোন প্রার্থীকেই প্রভাব খাটাতে দেয়া হবে না।