ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

৩য়বারের মত শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৮:১১ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার

দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মত শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপশি ৩টি উপজেলায় হবে এবারের আয়োজন। রোববার দুপুরে রাজধানীর আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রোগ্রামিংয়ের মাধ্যমে ছোটবেলা থেকে সবার মধ্যে সৃষ্টিশীল প্রতিভা ছড়িয়ে দেয়াই আয়োজনের উদ্দেশ্য। ৯ মার্চ শুরু হয়ে ৭ই এপ্রিল পর্যন্ত চলবে প্রতিযোগিতার কার্যক্রম। এবারের আয়োজনে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ডক্টর কায়কোবাদ।