ওপেন টেনিশের শিরোপা জিতলো স্যাম কুয়েরি
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৮:০৭ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
শীর্ষ বাছাই রাফায়েল নাদালকে হারিয়ে মেক্সিকো ওপেন টেনিশের শিরোপা জিতলো স্যাম কুয়েরি।
মেক্সিকোতে অঘটনের জন্ম দিয়ে দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদালকে সরাসরি সেটে হারিয়েছে আমেরিকার স্যাম কুয়েরি। প্রথম সেট ৬-৩ গেমে হারের পর, দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন শিরোপা প্রত্যাশি নাদাল। হাড্ডা-হাড্ডি লড়াই হলেও শেষরক্ষা হয়নি নাদালের। কুয়েরির পাওয়ার শট ও নিখুত সার্ভে টাইব্রেকারে ৭-৬ গেমে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় নাদাল কে।