ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বাংলাদেশের জনগণকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৪ মে ২০২০ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। গতকাল তিনি প্রধানমন্ত্রীকে টেলিফোন করে শুভেচ্ছা জানান এবং ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন ও প্রাণহানিতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। 

প্রেস সচিব জানান, ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। ১৫ মিনিটের কথোপকথনের সময় তিনি বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঘূর্ণিঝড় আম্ফানের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন এবং ঘূর্ণিঝড়ের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।
ফোন করা এবং আম্ফানের ফলে ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা জানানোর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চলমান করোন ভাইরাস পরিস্থিতি সম্পর্কিত বিষয়টিও দুই নেতার মধ্যে আলোচনার জন্য উঠে এসেছে।
এসএ/