ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা অর্ধশতক ছাড়ালো 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৪ মে ২০২০ রবিবার

ঢাকা জেলার নবাবগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে উপজেলায় আক্রান্তের সংখ্যা অর্ধশতক ছাড়িয়েছে। 

আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রোববার ভোরে আসা রিপোর্টের ভিত্তিতে উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। নতুন আক্রান্তদের তিনজন উপজেলার কলোকোপা ইউনিয়নের, দুইজন বান্দুরা ইউনিয়ন ও একজন নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা।’

ডা. অনুপ জানান, ‘নতুন আক্রান্তরা ওই তিন ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে একজন সাবেক ইউপি চেয়ারম্যান রয়েছে। এছাড়া যন্ত্রাইল ইউনিয়নের সুস্থ হওয়া আরেক ব্যক্তি পুনরায় করোনায় আক্রান্ত হয়েছে।’

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সাবেক চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে সাবেক ওই চেয়ারম্যানের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এআই//