ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

রংপুরে বধ্যভূমি সংরক্ষণের নেয়া হয়নি কোন উদ্যোগ

প্রকাশিত : ১০:২৮ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ১০:২৮ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

রংপুর অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের তীর্থস্থান রংপুর টাউন হল। ১৯৭১-এ এটাই ছিলো রংপুরে হানাদার বাহিনীর প্রধান টর্চার সেল। মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ বিশেষ করে নারীদের ধরে এনে নির্যাতন করা হতো এখানে। কিন্তু আজো এখানে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ। রংপুর টাউন হল। মুক্তিযুদ্ধের সময় এখানে নির্যাতনের শিকার হয়েছেন শত শত নারী-পুরুষ। নিরীহ মানুষদের হত্যা করে টাউন হলের পেছনে একটি বড় কুয়ার মধ্যে ফেলে দিতো পাকিস্তানী সেনারা। স্বাধীনতার এতো বছর পেরিয়ে গেলেও আজো এই বধ্যভূমি সংরক্ষণের নেয়া হয়নি কোন উদ্যোগ। বরং সেই কুয়াটি ভরাট করে নির্মাণ করা হয়েছে ভবন। কয়েক বছর আগে সেক্টর কমান্ডার ফোরাম এখানে কয়েকটি ইট দিয়ে একটি ফলক তৈরী করে। আর সেখানেই শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এখানে,  স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে ইতিহাস জানার সুযোগ করে দেয়ার দাবি বর্তমান প্রজন্মের। পাক হানাদার বাহিনীর পৈশাচিক বর্বরতায় নিহত শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার ব্যবস্থা নেবে সরকার - এটাই প্রত্যাশা রংপুরবাসীর।