ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ট্রুডোর ঈদ শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৩ এএম, ২৫ মে ২০২০ সোমবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গতকাল রোববার কানাডায় পালিত হয়েছে ঈদুল ফিতর। এ উপলক্ষে পোস্ট করা এক ভিডিওতে কানাডায় মুসলমানদের অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ট্রুডো বলেন, ‘সূর্যাস্তের পর রাত থেকে কানাডাসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় রমজান শেষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।’ 

তিনি বলেন, ‘যেহেতু আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে।... স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।’

করোনাভাইরাস মোকাবিলায় কানাডার মুসলমান নাগরিকদের ভূমিকার কথা স্মরণ করে জাস্টিন ট্রুডো বলেন, ‘রমজানে মাসজুড়ে অসহায়দের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।’ 

স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।

এমবি//