পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন বেআইনি নয় কেন: হাইকোর্ট
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার
স্বনামধন্য ও সুপরিচিত লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা উপকরণ তুলে দিয়ে সরকার প্রশংসা পেলেও ভুল-ক্রটির কারণে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনা হয়। পাশাপাশি বেশ কয়েকজন লেখক-কবির রচনা বাদ দেওয়ার পেছনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকার অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে প্রথিতযশা ও স্বনামধন্য লেককদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ মমতাজ জাহান ।
শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১৩ সালে প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্তসুপরিচিত লেখকদের লেখা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু গত বছরের ৮ এপ্রিল হেফাজতে ইসলামের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাসে ১২টি বিষয় বাদ দিতে বলা হয়। যার মধ্যে হুমায়ুন আজাদসহ বিশিষ্ট লেখকরা রয়েছেন বলে জানান রিটকারীর আইনজীবী।