ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন ও খাদ্য সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

জয়পুরহাটে গতকাল সোমবার রাতে কালবৈশাখি ঝড়ে প্রায় এক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউপি ও ক্ষেতলাল উপজেলার বেশ কিছু গ্রামের বাড়ি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের জন হুইপ তার ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা দেন এবং জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত একশজনকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা এছাড়া অন্যান্যদের জন্য পনের কেজি চাল ও নগদ হাজার টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জানান, আকস্মিক ঝড়ে অনেক বাড়ি-ঘরেই ক্ষতি হয়েছে বাছাই করে কিছু বাড়ি শনাক্ত করা হয়েছে। তাদের প্রত্যেককে টিন, নগদ অর্থ ও চাল দেওয়া হবে। 
কেআই/