ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

শিগগিরই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসবে জানিয়েছেন এরশাদ

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৭:০০ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

শিগগিরই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। দুপুরে দলের বনানী কার্যালয়ে টাঙ্গাইলের কয়েকজন বিএনপি নেতার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সুবিচারের অভাবে দেশে বিশৃংখলা দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।