ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৭ এএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল চেলসি।
লন্ডন স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ওয়েস্ট হামের উপর চড়াও হয় টেবিলের শীর্ষে থাকা চেলসি। ফলে ২৫ মিনিটেই এগিয়ে যায় তারা। কাউন্টার এ্যাটাক থেকে থ্রু পাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি হাজার্ড। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াগো কোস্তা। এরপর খেলার অতিরিক্ত সময়ে একটি গোল করে ব্যবধান কমায় ওয়েস্ট হামের লানজিনি। এ জয়ে ২৭ খেলা থেকে ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপড়ে চেলসি আর সমান খেলায় ৩৩ পয়েন্ট ওয়েস্ট হামের।