ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দৌলতদিয়ায় বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২৭ মে ২০২০ বুধবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। সকাল থেকে এই ঘাট হয়ে পারাপার হয়েছে হাজার হাজার যাত্রী। সেই সঙ্গে পার হচ্ছে ব্যক্তিগত গাড়িও। পারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, এই রুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়ায় ৬টি ফেরি ঘাট রয়েছে। এর মধ্যে ৩টি ঘাট সচল রয়েছে। ভোর থেকে বৈরি আবহাওয়ার কারণে ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ঘাট গুলোর পল্টুন পানিতে তলিয়ে যায়। যে কারণে ৩টি ঘাটের মধ্যে ১টি ঘাটে ফেরি ভিড়ছে। বাকি ঘাটগুলো সংস্কারের কাজ চলছে। যে কারণে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। 
কেআই/