ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৭ মে ২০২০ বুধবার | আপডেট: ০৮:০৯ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

সংঘর্ষকালে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের চিত্র- একুশে টেলিভিশন।

সংঘর্ষকালে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের চিত্র- একুশে টেলিভিশন।

আবারও সঙ্ঘর্ষ সংঘাতের ঘটনা ঘটলো দেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়ায়। এবার মাঠে খড় শুকানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘঠিত এ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরে জেলার বিশ্বরোড মোড় এলাকায় সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঈদগাহ মাঠে খড় শুকানো নিয়ে খাঁটিহাতা এবং কুট্টাপাড়া এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যাতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান পাটে লুটপাটের ঘটনাও ঘটে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। 

এনএস/