ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:৪১ এএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৪১ এএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। স্বজনরা জানায়, উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে সোমবার রাতে মোবাইল ফোনে বাগানে ডেকে নেয়া হয় জালাল হাওলাদার নামের ঐ কৃষককে। পরে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডটি অর্থলেনদেন সংক্রান্ত কারণে ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারনা।