ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

নাটোরে করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

নাটোর’র মানচিত্র

নাটোর’র মানচিত্র

নাটোরের নলডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সাদ্দাম হোসেন (৪৩) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাদ্দাম উপজেলার খাজুরিয়া ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল বুধবার থেকে প্রচণ্ড, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। 

এলাকাবাসী জানায়, ঈদের দুই দিন আগে সাদ্দাম হোসেন গ্রামের বাড়িতে আসেন। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার থেকে করোনার উপসর্গ দেখা দেয়। গতরাতে প্রচুর বমি করছিলেন। পরে আজ সকালে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি ওই গার্মেন্টস কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাদ্দামের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসারে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। আগামী শনিবার মৃতের পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।’

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, ‘বিষয়টি জানার পরই স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় ও স্বাস্থ্য বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে।’ 

এছাড়া আগামী শনিবার ওই পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। ওই বাড়িটি লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।

এআই/এমএস/