ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

ঈদের আনান্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীর তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।

গণপরিবহন বন্ধ থাকার কারণে প্রাইভেট,মাইক্রো, অটোরিক্সা, মোটরসাইকেল ভাড়া করে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে এই ঘাট এলাকায় ভিড়ছে। বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, গত ২৪ ঘন্টায় এই রুটে যানবাহন পারাপার হয়েছে প্রায় ২৪০০।

এই রুটে ছোট বড়ো মিলে ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।  সকাল থেকে যাত্রী ও যানবাহনের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটা বাড়ছে।
কেআই/