ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ভাবনার গল্পে মুঠোফোনে অনিমেষ আইচের চলচ্চিত্র ‘একা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার

করোনা ভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ঘরে আছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আর এই সময়টা তিনি কাজে লাগিয়ে গল্প লিখে। সেই গল্প নিয়ে ঘরেই মুঠোফোনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালেন নির্মাতা অনিমেষ আইচ। ২০ মিনিটের এই চলচ্চিত্রের নাম ‘একা’।

করোনাকালে পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ। অভিনয়ে আছেন ভাবনা, শতাব্দী ওয়াদুদ ও রুনা খান।

ভাবনা বলেন, ‘করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে আমি ছবি আঁকা-আঁকির মধ্যেই ছিলাম। মূলত অনিমেষ আইচের অনুপ্রেরণাতেই গল্পটা লেখা। ‘একা’ বন্দী সময়ের একটি বাস্তবিক গল্প। গল্পটা বর্তমান সময়ের করোনা আতংকের গল্প।’

ভাবনার লেখা ‘একা’ স্বল্পদৈর্ঘ্যটি উন্মুক্ত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপে।
এসএ/